হামলাকারীদের তালিকা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

হাওর বার্তা ডেস্কঃ সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। হামলায় জড়িতদের ছবিসহ তালিকা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

আজ মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ তথ্য জানান।

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী মারা যাওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এই আন্দোলন চলাকালে গত রবিবার পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সাংবাদিকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির ফটোসাংবাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। হামলার সময় দুর্বৃত্তদের হেলমেট পরা ছিল।

তথ্যমন্ত্রী বলেন, ‘কিছু জায়গায় সাংবাদিক বন্ধুদের যারা হামলা করেছে এটা দুঃখজনক ঘটনা। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করতে আমরা আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেব। আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন, তিনি এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’

ইনু বলেন, ‘আমি আবারও বলবো, কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমরা সজাগ থাকবো।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর