সাইবার ক্রাইম বন্ধে গঠন হচ্ছে পুলিশের নতুন ইউনিট

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করাসহ সাইবার ক্রাইম রোধে আরও নতুন একটি ইউনিট শিগগিরই করা হবে।

বাগেরহাটে রবিবার দুপুরে ফকিরহাট থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের কল্যাণে ইতোমধ্যে নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও শিল্প পুলিশ করা হয়েছে। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের উন্নয়নশীল দেশে পরিণত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা এমপি, খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান ডিপিএম, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার নিজামুল হক মোল্যাসহ খুলনা বিভাগীয় ও বাগেরহাট জেলার পুলিশ কর্মকর্তাগণ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর