রিকশাগুলোকে সারিবদ্ধ করে দিচ্ছে শিক্ষার্থীরা

হাওর বার্তা ডেস্কঃ বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়া শিক্ষার্থীদের নানা ধরনের কর্মকাণ্ডের খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। আজ বুধবার চতুর্থ দিনের আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে দেখা গেল এক অন্যরকম চিত্র।

দেখা গেছে সড়কে চলাচলরত রিক্সাগুলোকে সারিবদ্ধ করে দিচ্ছে শিক্ষার্থীরা।  অন্য একটি ছবিতে দেখা গেছে রাস্তায় পড়ে থাকা ভাঙা কাঁচের টুকরো পরিস্কার করছে শিক্ষার্থীরা।

এরকম কয়েকটি ছবি ফেসবুক থেকে সংগ্রহ করে নিজ হ্যান্ডেলে পোস্ট করে শিল্পী চারু পিন্টু লিখেছেন, যে বাচ্চাদের পুলিশ পিটিয়েছিল সেই বাচ্চারাও দায়িত্ব নিয়ে রিকশাকে সারিবদ্ধভাবে চলাচল করাতে শেখালো। জনাব ট্রাফিক কন্ট্রোল লজ্জা হয়না আপনাদের? দুধের বাচ্চাদের কাছে এগুলো শেখা উচিৎ নয়? এই সিস্টেম করতে কয় মিনিট লাগে? শুধু প্রয়োজন ইচ্ছে ও সততার।

তিনি বলেন, ট্রাফিক কন্ট্রোলারদের ঢেলে সাজানোর সময় এসেছে। সব পালটে তরুণদের কাজে লাগান। বুড়ো ম্যানুয়াল দু’পাঁচ টাকা ঘুষখোর ট্রাফিকদের বাদ দিন। পালটে ফেলুন সিস্টেম প্লিজ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর