এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা নিম্নমুখী করে নিয়েছে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এডিবি চীনের অর্থনীতির মন্থর গতি এবং ভারতে কাঠামোগত সংস্কার বিলম্বিত হওয়ার কারণে এশিয়ার অর্থনীতির এবছরের প্রবৃদ্ধির পূর্বাভাষ নিম্নমুখী করে নিয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাঙ্ক গতকাল মঙ্গলবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৫টি উন্নয়নশীল দেশ ও ভূখণ্ডের অর্থনৈতিক সম্ভাবনার হালনাগাদ প্রকাশ করে। অঞ্চলের প্রবৃদ্ধির পূর্বাভাষ ব্যাঙ্ক ৫.৮ শতাংশে সংশোধন করে নিয়েছে, যা হল মার্চ মাসের হারের চাইতে ০.৫ শতাংশ কম।

চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে আসা এবং ভারতে কাঠামোগত সংস্কার বিলম্বিত হওয়া ও সেই সাথে জাপানসহ উন্নত দেশগুলোর ধীর গতিতে উদ্ধার লাভের দৃষ্টান্ত এডিবি তুলে ধরে। চীনের পূর্বাভাষ এডিবি মার্চ মাসের ৭.২ শতাংশ থেকে কমিয়ে ৬.৮ শতাংশ নির্ধারণ করেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর