দীর্ঘ ২৮ বছর পর সেমিফাইনালে ইংল্যান্ড

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড। সুইডেনকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ দিনের আক্ষেপ ঘোচাল ইংল্যান্ড।

সামারা এরিনায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বল নিয়ে লড়াই নামে ইংল্যান্ড ও সুইডেন। ধারে ভারে এগিয়ে থাকা ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন হ্যারি ম্যাগুইর। ম্যাচের ৩০ মিনিটে কর্নার কিক উড়ে আসা বল হেড করে বল জালে পাঠান তিনি।

একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে আর কোনো গোল পায়নি হ্যারি কেনরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড। এরপর ম্যাচের ৫৮ মিনিটে ডেলে আলি গোল করে দলকে এগিয়ে নেন।

দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইডেন। অন্যদিকে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে পৌঁছে ইংল্যান্ড। আর এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে হ্যারি কেনরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর