গ্রেড-১ পেলেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ক্যাডারের কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীনকে গ্রেড-১ পদে নিয়োগ দিয়েছে সরকার।রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রেস সচিবকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় গ্রেড-১ পদে নিয়োগ করা হলো।

প্রশাসনের সর্বোচ্চ ক্যাডার সচিব এবং সমমর্যাদার কর্মকর্তারা গ্রেড-১ পদে বেতন-ভাতাদি পেয়ে থাকেন।

জয়নাল আবেদীন রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রেড-১ পাওয়ার পর প্রেষণে রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ দিতে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরুর আগে তিনি তার ক্যাডারের নিজ পদে প্রত্যাবর্তন করবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর