কিশোরগঞ্জ জেলা স্কাউটের ত্রৈ-বার্ষিক কার্যকরী কমিটি গঠন

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা স্কাউটের ত্রৈ-বার্ষিক কার্যকরী নতুন কমিটি ২০জুন সার্কিট হাউস হলরুমে সকাল ১১ টায় জেলার সকল স্কাউট কাউন্সিলরদের উপস্থিতিতে সম্পাদক মন্ডলীর নামের তালিকা চুড়ান্ত করেছেন।

এতে সভাপতি জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী (পদাধিকার বলে), সহ-সভাপতি (১) জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, (২) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল, (৩) সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ (৪) তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মন্ডল ও (৫) কটিয়াদির প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন। সাধারণ সম্পাদক পদে দুই জন প্রতিধন্ধিতা করে ৫১ জন কাউন্সিলরের ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ আব্দুল আউয়াল মুন্না। সহ সাধারণ সম্পাদক স্কাউট এ এল টি শেখ জাহাঙ্গীর আলম। কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন শাহীন।

কমিশনার পদাধিকার বলে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভূইয়া, বাংলাদেশ স্কাউটের গবেষণা কর্মকর্তা নাদিরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ সুধীর চন্দ্র বর্মন ও স্কাউট এল টি এ্যাডভোকেট আহসানুল মোজাক্কির। কাউন্সিলে জানানো হয় পুর্নাঙ্গ কমিটি আগামী তিন মাসের মধ্যে সংস্লিষ্ট কর্মকর্তা গনের সাক্ষরে প্রকাশ করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর