‘পোড়ামন ২’ নির্মাণ ও অভিনয় কেন্দ্রিক

হাওর বার্তা ডেস্কঃ ‘স্টার সিনেপ্লেক্স এ টিকিট না পেয়ে অবশেষে বলাকা সিনেমা হলে গিয়ে দেখলাম ‘পোড়ামন টু’। ভালো লেগেছে। শুধু নায়ক নায়িকা কেন্দ্রিক নয়। পুরোটাই নির্মাণ ও অভিনয় কেন্দ্রিক। রায়হান রাফি প্রথম ছবিতেই ভালো করেছো।-এভাবেই ফেসবুকে নিজের অভিব্যক্তি সংক্ষেপে প্রকাশ করেছেন নির্মাতা ও অভিনেতা সাইফ চন্দন।

তিনি লিখেছেন, ‘ছবি দেখে মনেই হয়নি, তোমার (রায়হান রাফি) প্রথম ছবি। সিয়াম, ছবিতে তোমার উপস্থিতির সংগে প্রেক্ষাগৃহে দর্শকের যে উচ্ছ্বাস- কোনো নতুন নায়কের জন্যে অনেক বড় পাওয়া। এইটা ধরে রেখো ভাই।’

‘পূজা, নায়িকাদের স্ক্রিপ্ট’র বাইরেও- অভিনয়ের যে নিজস্বতা থাকতে হয়। তা তোমার মাঝে পেয়েছি। সাইদ বাবু, জোশ ভাই। আনোয়ারা আন্টি, নাদের ভাই, রেবেকা আপা, পিয়াল গুড। বাপ্পারাজ ভাই, রেস্পেক্ট ইউ। ফজলুল রহমান বাবু ভাই, অসাধারণ। শাহীন ভাই, আমি মুগ্ধ। ইমন সাহা ভাই, হুমায়ুন ভালোবাসা।’

আজিজ ভাই, আপনি রাফি, সিয়াম, পূজা, বাবু এই একাধিক নতুন নিয়ে যে ড্রাইভ দিয়েছেন-তা যে কোন নতুনের জন্যে অনেক বড় প্রাপ্তি। আপনি বলেই তা সম্ভব হয়েছে। অনেক দোয়া।

সবশেষে চন্দন তার কষ্টের কথাও বলেছেন। বলেন, ‘জাজ থেকে ইতিপূর্বে কয়েকটি এভারেজ মুভিও শত শত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু এই ভালো ছবিটি এত অল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি আসলেই মেনে নেয়া কষ্টকর।’
এদিকে, শ্যামলী সিনেমা হলের হাউস ম্যানেজার আহসান উল্লাহ বলেন, ছবিটি ঈদের দিন থেকে হাউজফুল যাচ্ছে। বেশ ভালো গল্পও আছে এ ছবিতে। সবাই বেশ পছন্দ করছে। ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, আমরা ছবিটি মুক্তির পর থেকে বেশ সাড়া পাচ্ছি। গাজীপুর, ঢাকাসহ সারা দেশে ছবিটি অনেক ভালো চলছে। আর ছবিটি আরো বেশি সিনেমা হলে মুক্তি দেয়ার জন্য অনেক দর্শকরা আমাদের অনুরোধ করেছেন। আমরা কয়েকদিন পর আরো কিছু সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর