ব্যবহৃত টি ব্যাগের প্রয়োজনীয় ব্যবহার

হাওর বার্তা ডেস্কঃ ব্যবহৃত টি ব্যাগ নানাভাবে ত্বকের যত্নে সাহায্য করে। রোদপোড়াভাব থেকে শুরু করে কাটাছেঁড়ার সমস্যায় আরাম দিতেও সাহায্য করে। এ বিষয়ে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ব্যবহৃত টি ব্যাগের ছয়টি চমৎকার ব্যবহার নিয়ে এই আয়োজন।

ক্ষত থেকে হওয়া যন্ত্রণা: যে কোনো কাটাছেঁড়ার যন্ত্রণা কমাতে টি ব্যাগ ঠাণ্ডায় জমিয়ে তা আক্রান্ত স্থানে ধরুন। এর প্রদাহনাশক উপাদান আরাম দিতে সাহায্য করে। কাটাছেঁড়া থেকে রক্ত পড়া বন্ধ করতে: চায়ের ট্যানিন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্ত একবার জমাট বাঁধলে তার উপরে ব্যান্ডেজ ব্যবহার করা যেতে পারে। ব্যবহৃত টি ব্যাগ গরম পানিতে দিয়ে তা আক্রান্ত স্থানে ৩০ সেকেন্ড ধরে রাখুন, রক্ত জমাট বাঁধবে।

ফোড়া নিরাময়: ফোড়ার ওপরে ভেজা টি ব্যাগ ধরুন। এটা ব্যথা কমাতে সাহায্য করে। চায়ের ব্যাকটেরিয়া রোধী উপাদান ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ব্যথা ভাব কমায়।

পোকামাকড়ের কামড়ের যন্ত্রণা: চায়ে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যাস্ট্রিঞ্জান্ট উপাদান। আক্রান্ত স্থানে আর্দ্র টি ব্যাগ ধরুন। এটা প্রদাহ ও সংক্রমণ কমাতে সাহায্য করে।

রোদে পোড়াভাব কমাতে: বিশেষজ্ঞদের মতে, গ্রিন টি’র ‘এপিগ্যালোকেটিকিন-থ্রি গ্যালেট (ইজিসিজি)’ সানস্ক্রিনের মতো কাজ করে। রোদের অতিবেগুনি রশ্মির রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব দূর করতে পারে। রোদেপোড়া অংশে ভেজা টি ব্যাগ ব্যবহার করুন।

পায়ে আরাম পেতে: ব্যবহৃত টি ব্যাগ পা কোমল করে ও পায়ের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। গরম পানির বালতিতে ব্যবহৃত টি ব্যাগ দিয়ে পা ডুবিয়ে রাখুন, আরাম অনুভব করবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর