কিশোরগঞ্জে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটকের পর আব্দুল সাত্তার খান (৬০) ও মো. আসাদ (৬৫) নামে দুই মাদক বিক্রেতার প্রত্যেককে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (৭ জুন) রাতে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাইকুরদিয়া গ্রামের মৃত মোহাম্মদ খানের ছেলে আব্দুল সাত্তার খান (৬০) ও করিমগঞ্জ বাজার মধ্যপাড়া এলাকার মৃত তাজ মাহমুদের ছেলে মো. আসাদ (৬৫)।

এর আগে বৃহস্পতিবার (০৭ জুন) দিনগত রাত ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ সাংবাদিককে জানান, মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটকের পর অপরাধ স্বীকার করায় আব্দুল সাত্তার খান (৬০) ও মো. আসাদকে (৬৫) এ দণ্ড দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর