কিশোরগঞ্জে তিন গাঁজাসেবীর কারাদণ্ড দেয়া হয়েছে

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এর নেতৃত্বে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিন জনকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার (২১ মে) রাতে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এর দেয়া তথ্যমতে দণ্ডিতরা হলো, রানা (৩০), আসলাম (২৮) ও মোঃ কাইয়ুম(২৭)।

দণ্ডিতদের মধ্যে রানা  কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকার আওলাদ হোসেনের ছেলে, আসলাম পূর্ব তারাপাশা এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং মোঃ কাইয়ুম কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প যশোদলের মোঃ তমিজ উদ্দিনের ছেলে।

তাদের মধ্যে রানার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা, আসলামের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মোঃ কাইয়ুমের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর