নদীর পাড় ভাঙ্গনের ব্যবস্থা রোধ করতে শুরু করেন তৌফিক এমপি

হাওর বার্তা ডেস্কঃ দিশেহারা হয়ে পড়ে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া-নাজিরপুর গ্রামের বাসিন্দারা। কয়েক দিন ধরে ভয়াবহ নদীর পাড় ভাঙ্গন শুরু করেছে। প্রায় বিলীনের পথে তিন হাজার মানুষের একমাত্র ভরসা। নদীর পাড় ভাঙ্গনের ছবিসহ একজনের ফেসবুক পোস্ট নজরে আসে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের। তাৎক্ষণিক বিষয়টি সততা যাচাই করেন। নদীর পাড় ভাঙ্গন রোধ করতে শুরু হয় এমপি তৌফিকের ব্যবস্থা।

গত ১৬ মে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক লাউড়া-নাজিরপুরের নদী পাড় ভাঙ্গন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে নদীর পাড় ভাঙ্গনের বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে আমি পানি সম্পদ মন্ত্রণালয়ে কথা বলি এবং মন্ত্রণালয় ৩০ লাখ টাকা অনুমোদন দিয়েছে।

এমপি তৌফিক এসব কথা বলার দু’দিন পর গত ১৮ মে থেকে নদী ভাঙ্গন রোধ করতে কাজ শুরু হয়েছে। এ রকম কাজের অসংখ্য নজির রয়েছে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের। যেমন, গত ১৪ মে একজন ইছাপুর লুপখাটের নদীর পাড় ভাঙ্গনের ছবি এমপি তৌফিকের ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠায়। ছবি পাঠানোর তিনদিনের মধ্যে গত ১৭ মে নদীর পাড় ভাঙ্গন রোধ করতে কাজ শুরু করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর