কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের ৪৮১টি পরিবারে নতুন বিদ্যুত সংযোগ

হাওর বার্তা ডেস্ক ঃ কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার প্রত্যন্ত এলাকার কাটখাল ইউনিয়ন। আজ প্রথমবারের মতো বিদ্যুতের আলো পাবে মিঠামইন উপজেলা কাটখাল ইউনিয়নবাসী।

কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের ৪৮১ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।05শনিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা কাটখাল ইউনিয়নের কাটখাল বাজারে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। 06এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।04 কাটখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মনির উদ্দিন মজুমদার, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মো. শফিকুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর