বসন্তবরণ বেশি উৎসাহ তরুণ-তরুণীদের মধ্যে

হাওর বার্তা ডেস্কঃ শীতের হিমেল হাওয়াকে বিদায় জানিয়ে বইতে শুরু করেছে বসন্তের বাতাস। আর বসন্ত বরণ করে নিতে আয়োজনের শেষ নেই। সব থেকে বেশি উৎসাহ তরুণ-তরুণীদের মধ্যে। ইট কাঠ পাথরের নগরীর প্রকৃতিতে বসন্তের দেখা না মিললেও, আমরা বসন্তের দেখা পাই মেয়েদের বাসন্তী শাড়িতে, ছেলেদের হলুদ পাঞ্জাবিতে। কবিগুরুর গানের কথার মতো বাঙালির হৃদয়ে রঙের ছোঁয়া। প্রকৃতির টানে উচাটন মন যেন ঘরে থাকতে চায় না। পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ায় আগুন লাগা প্রকৃতি। ফাল্গুনের হলুদ রঙে মিলেমিশে একাকার নাগরিক জীবন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর