বেসিসের নতুন সভাপতি আলমাস, সিনিয়র সহ-সভাপতি ফারহানা

হাওর বার্তা ডেস্কঃ দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০১৮-২০২০ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে টিম হরাইজন। সাধারণ ক্যাটাগরিতে টিম হরাইজনের আট সদস্যের মধ্যে ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছেন ৬ জন।

এছাড়াও সাধারণ ক্যাটাগরিতে অন্য দুই বিজয়ী হয়েছেন দোহাটেক নিউ মিডিয়ার প্রধান নির্বাহী লুনা শামসুদ্দোহা ১৭৪ ভোট পেয়ে এবং ফ্লোরা লিমিটেডের মোস্তাফা রফিকুল ইসলামের ডিউক ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আর অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৭৩ ভোট পেয়ে জয় পেয়েছেন আজকেরডিল ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর। টিম হরাইজন থেকে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিইও এবং প্যানেলটির দলনেতা সৈয়দ আলমাস কবীর ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও  ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও সিইও ফারহানা এ রহমান পেয়েছেন ১৭৮ ভোট, বিজনেস অটোমেশন লিমিটেডের ডিরেক্টর শোয়েব আহমেদ মাসুদ ১৮১ ভোট, জানালা বাংলাদেশ লিমিটেডের এমডি তানজিদ সিদ্দিক স্পন্দন ১৮০ ভোট, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান ১৮৩ ভোট এবং শুটিং স্টার লিমিটেডের এমডি দিদারুল আলম সানি ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বেসিস কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষে হয়। ওই দিন সন্ধ্যা ৬:২৫ মিনিটে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন বেসিস কার্যনির্বাহী পরিষদ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল।

নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে মোট ভোট পড়ে ৩৯৭টি, যার মধ্যে সঠিক ভোট ৩৮৪। আর অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোট পড়ে ১৪৫টি যার মধ্যে সঠিক ভোট ১৪১টি।এর আগে ৪ মার্চ বেসিস নির্বাচন বোর্ড প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় মনোনয়পত্র জমা দেয়া ৪০ জনের নাম ছিল। নির্বাচনে অংশ নিতে জেনারেল সদস্য ক্যাটাগরিতে ৩৪ এবং অ্যাসোসিয়েটে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

তবে সর্বশেষ প্রার্থীতা প্রত্যাহার করার পর নির্বাচনে তিন প্যানেলে ২৬ প্রার্থী এবং অ্যাসোসিয়েট হিসেবে ৫ প্রার্থী অংশ নেন।এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তিতে নারী উদ্যোক্তা লুনা শামসুদ্দোহার নেতৃত্বে ‘প্যানেল উইন্ড অব চেইঞ্জ’, মোস্তাফা রফিকুল ইসলামের ডিউকের নেতৃত্বে প্যানেল ‘টিম বিজয়’ এবং বর্তমান সভাপতি আলমাস কবীরের নেতৃত্বে ‘টিম হরাইজন’ প্রতিদ্বন্দ্বীতা করেছে।

শনিবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী বৈঠকে নির্বাচিতদের নিয়ে ২০১৮-২০ মেয়াদের কমিটি গঠন করা হয় কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আলমাস কবীর, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ফারহানা এ রহমান, সহ-সভাপতি পদে শোয়েব এ মাসুদ ও মুশফিকুর রহমান দায়িত্ব পালন করবেন।

এছাড়াও কমিটির পরিচালক হয়েছেন তানজিদ সিদ্দিক স্পন্দন, দিদারুল আলম সানি, মোস্তফা রফিকুল ইসলাম ডিউক, লুনা সামসুদ্দোহা এবং ফাহিম মাসরুর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর