পাইলট আবিদের স্ত্রী’র বর্তমান অবস্থা জানালেন ডা. বদরুল আলম

হাওর বার্তা ডেস্কঃ নেপালের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম টপির অবস্থার আরো অবনতি হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালের চিকিৎসক।

তার মস্তিষ্ক এখনো স্বাভাবিকভাবে কাজ করছে না এবং শারীরিক অবস্থাও খারাপের দিকে। কৃত্রিম শ্বাস যন্ত্রের মাধ্যমে তার শ্বাস প্রশ্বাস চলছে বলেও জানান চিকিৎসক।

ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সের যুগ্ম পরিচালক ডা. বদরুল আলম বলেন, ‘গত কয়দিনের তুলনায় খারাপের দিকে। বিশেষ করে কিডনি ফাংশন কমে আসছে। অন্যান্য কার্যক্রমও কমে আসছে। আমরা আমাদের সব দিয়ে চেষ্টা করব।’

পারিবারিক সূত্রে জানা যায়, বিমান দুর্ঘটনায় স্বামী ক্যাপ্টেন আবিদ সুলতান নিহত হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পরেন তিনি। গত রোববার ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

পরে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয় আবিদ সুলতানের স্ত্রীকে। সেখান থেকে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর