ভেজাল সার বিক্রি করলে ২ বছরের কারাদণ্ড

হাওর বার্তা ডেস্কঃ শাস্তির মেয়াদ বাড়িয়ে ‘সার ব্যবস্থাপনা সংশোধন আইন ২০১৮’র অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে বলা হয়, ভেজাল সার বিক্রি করলে ২ বছরের জেল এবং ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

৬ মাস কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা থেকে শাস্তি ও অর্থদণ্ডের মেয়াদ বাড়িয়ে আজ এ অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এছাড়াও বৈঠকে জাতীয় প্রতিরক্ষা নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালায় সশস্ত্র বাহিনীর সঙ্গে গণমাধ্যম ও জনগণের মধ্যে সম্পর্কের বিষয়টিও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর