আজ বাংলাদেশের স্বপ্ন পূরণের দিন

হাওর বার্তা ডেস্কঃ বেঙ্গালুরুর বিশ্বকাপ-মিরপুরে এশিয়া কাপের ফাইনাল বারবার ভারত বধের কাব্য রচনা করতে গিয়েও পারেনি বাংলাদেশ। অণু থেকে পরমাণু সমান ভুল করায় হৃদয়ে হয়েছিল রক্তক্ষরণ। আজ আর হৃদয়ে রক্তক্ষরণ নয়। আজ স্বপ্ন পূরণের দিন।

পরপর দুই ম্যাচে লঙ্কাকে বিধ্বস্ত করার পর শিরোপা ক্ষুধা অনেক বেড়ে গেছে বাংলাদেশের। পুরো বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচটিকে দেখছে নিজেদের প্রমাণ করার, পুরোনো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই হিসেবে। তবে দলটা খুব সতর্ক। ওই যে, পুরোনো ভুল যেন না করে সেজন্য মাঠে খেলায় পুরো মনোযোগ টাইগারদের।

তবে আবেগ-অনুভূতি চাপা রাখার চেষ্টা হচ্ছে সর্বত্র। একাদশে আজ কোনো পরিবর্তনের খবর নেই। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের সেরা এগারজনই নামবে মাঠে। যদি শেষ মুহূর্তে পরিবর্তন হয় তাহলে অপুর পরিবর্তে খেলতে পারেন আরিফুল। সেটাও উইকেট দেখে সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজম্যান্ট।

স্বপ্নের কোনো রঙ নেই, তবুও স্বপ্ন সব সময় রঙিন। তারা ডানা মেলতে পারে না তবুও উড়ে সীমাহীন। আজ ভারতকে দিয়ে শুরু হোক নতুন সপ্নের বিজ বোনা। মূল স্বপ্ন তো বিশ্বজয়ের। সাকিবের হাত ধরে পাল্টাবে বাংলাদেশ। ঘুচবে শিরোপার অপেক্ষা। স্বপ্ন সত্যি হওয়ার অপেক্ষায় ষোলো কোটি প্রাণ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর