কিশোরগঞ্জের ভৈরবে শেষ হলো অমর একুশে বইমেলা

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে শেষ হলো সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলা। গতকাল সোমবার রাতে ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বইমেলার সমাপনী অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজকাচারী (ভূমি অফিস) প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা পরিবেশনা। সভাপতিত্ব করেন ভৈরব বইমেলা পরিষদের আহ্বায়ক এসএম.বাকী বিল্লাহ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ সায়দুল্লাহ মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ। সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলে, নতুন প্রজন্মকে মুক্তমনা হতে হবে। শুদ্ধ হতে হবে, নীতিবান হতে হবে, বস্তুনিষ্ঠ হতে হবে। হতে হবে ভালো মানুষ। তাহলে তারা আগামী দিনের সোনার বাংলা গড়ায় অংশ নিতে পারবে।

তিনি বলেন, দেশের এগিয়ে যাওয়া ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে জ্ঞান পিপাসু হতে হবে। দক্ষ নাগরিক হিসেবে সবক্ষেত্রে প্রজ্ঞার পরিচয় হতে হবে। বেশী বেশী বই পড়ার তাগিদ দিয়ে তিনি তার বক্তব্যে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান, ভাষা আন্দোলনকে জানতে, স্বাধীনতা যুদ্ধকে জানতে এবং বঙ্গবন্ধুকে জানতে।

এবারের বই মেলা মঞ্চে প্রতিদিন আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিষয় ভিত্তিক চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, নির্ধারিত ছড়া, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য, বিতর্ক প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান, নৃত্য, গান ইত্যাদির প্রতিযোগিতা, স্থানীয় লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ইত্যাদি আয়োজন ছিল। এ ছাড়াও স্থানীয় নাট্য সংগঠনগুলির পরিবেশনায় নাটক এবং বড় পর্দায় মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ও টেলিফিল্ম প্রদর্শিত হয় প্রতিদিন।

দেশের প্রখ্যাত লেখকদের বই দিয়ে সাজানো মেলা চত্বরের ২১টি বইয়ের স্টলে সব বয়সী পাঠক-ক্রেতাদের উপচে পড়া ভীড়ে বই বিক্রিও বেশ সন্তোষজনক ছিলো বলে জানায় মেলা কর্তৃপক্ষ। সর্বোচ্চ বই বিক্রির পুরস্কার জিতে নেয় প্রথম আলো বন্ধুসভা স্টল।

গত মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে সপ্তাহব্যাপী ২১তম অমর একুশে বইমেলার উদ্বোধন হয়। কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এ সময় ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল-চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা মির্জা মোঃ সোলায়মান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর