কিশোরগঞ্জে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনীমেলা শুরু হয়েছে

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনীমেলা শুরু হয়েছে। গতকাল সোমবার সন্ধায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করেন পরমাণু কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. সফিকুল ইসলাম ভূইয়া।

জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভুইয়া, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। মেলায় ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক ৭৪টি স্টল স্থান পেয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর