মান্নার মৃত্যুবার্ষিকীতে শিল্পী সমিতির স্মরণসভা

হাওর বার্তা ডেস্কঃ নায়ক মান্নার দশম মৃত্যুবার্ষিকীতে শিল্পী সমিতিতে স্মরণসভার আয়োজন করা হয়েছে। ১০ বছর আগে চিরবিদায় নেন নায়ক মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হঠাৎ নিভে যায় তার জীবনপ্রদীপ। তবে দর্শক ও শিল্পীদের হৃদয়ে তিনি অমর।

আজ (১৭ ফেব্রুয়ারি) নায়ক মান্নার দশম মৃত্যুবার্ষিকী। এই দিনে তাকে স্মরণ করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বাদ আসর এফডিসিতে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শিল্পী সমিতি জানায়, স্মরণসভায় মান্নাকে নিয়ে স্মৃতিচারণ করবেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা।

এদিকে শনিবার বাদ মাগরিব উত্তরায় মান্নার বাড়ি কৃতাঞ্জলীতে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল হবে। তার স্ত্রী শেলী মান্না জানিয়েছেন, পারিবারিক উদ্যোগে বাসায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। বাদ মাগরিব মিলাদ ও দোয়া হবে।

মান্না অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য—‘দাঙ্গা’ ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, , ‘ত্রাস’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘আব্বাজান’, ‘রুটি’, ‘দেশদরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা-বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর