কিশোরগঞ্জের ভৈরবে এতিম বালিকাদের মাঝে প্রবাসীদের কম্বল বিতরণ

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব কমিউনিটি এসোসিয়েশন, যুক্তরাজ্য’ এর অর্থায়নে দেড় শতাধিক এতিম বালিকাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় শহরের দক্ষিণ চন্ডিবের এলাকায় হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের এতিমদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সভাপতি ইফতেখার হোসেন বেণুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সিরাজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন। অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিকী, মো. সেলিম রেজা, পারভেজ খান, যুক্তরাজ্য প্রবাসী বাবুল খান, কানাডা প্রবাসী ফুরকান খান, রাসেল মিয়া, ওয়ালিউল্লাহ, কামাল আহমেদ প্রমূখ।

এ সময় যুক্তরাজ্য প্রবাসী বক্তারা প্রতিষ্ঠানটিতে আগামীতেও বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখবেন বলে তাদের প্রতিশ্রতির কথা জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু তার বক্তব্যে বলেন, আট শতাধিক এতিম শিশু বালিকা নিয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জ জেলার সর্ববৃহৎ বালিকাদের এতিমখানা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ইতোমধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর