উত্তর কোরিয়ায় ঘুরতে যাওয়া মানে শেষকৃত্যের পরিকল্পনা করা

হাওর বার্তা ডেস্কঃ উত্তর কোরিয়ায় ঘুরতে যেতে ইচ্ছুক পর্যটকদের ফের একবার সাবধান করে দিল আমেরিকা। আর সেই কড়া সতর্কবার্তা এতোটাই কড়া যে তাতে কিছুটা আতঙ্কিতই অনেকে।

পর্যটকদের বলা হয়েছে, উত্তর কোরিয়ায় ঘুরতে যাওয়ার অর্থ নিজের শেষকৃত্যের পরিকল্পনা করা। শুধু তাই নয, এর পাশাপাশি এও বলা হয়েছে, সম্পত্তির উত্তরাধিকারী কারা হবে তাও যেন স্থির করে রাখে সেইসব পর্যটকরা। কিন্তু কেন এমন ধরনের সতর্কবাণী?

এর পিছনে সবচেয়ে বড় কারণ, আমেরিকা-উত্তর কোরিয়ার মধ্যে বিবাদমান সম্পর্ক। দুই পক্ষই একে অপরকে পরমাণু হামলার হুমকি দিয়ে চলেছে। পিয়ংইয়ং ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেছে একাধিকবার, যা নিয়ে শঙ্কিত বহু দেশ। তাই আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়া যাওয়ার আগে নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তবেই সিদ্ধান্ত নিন।

প্রসঙ্গত, আমেরিকা পিয়ংইয়ংকে লেবেল-৪ তালিকায় রেখেছে। এবং এখানে মার্কিন নাগরিকদের না যাওয়ারই পরামর্শ দিয়েছে। এই তালিকায় উত্তর কোরিয়ার পাশাপাশি রয়েছে ইরাক, ইরান, আফগানিস্তানের মতো দেশও।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর