বর্ষাকাল

বর্ষাকাল অনেকেই ভালবাসে,
তাইতো বর্ষা বারবার ফিরে আসে।
বর্ষায় ফুটে কত সুন্দর কদম ফুল,
নদীর এই কুল ভাঙ্গে গড়ে ঐ কুল।

বর্ষায় পাখিরাও নতুন সুরে গান গায়,
তা শুনে অনেকের গান গাইতে মনে চায়।
বর্ষায় ভালো লাগে রাখালিয়া বাঁশীর সুর,
সেই সুর ভেসে যায় দূর থেকে বহুদূর।

বর্ষা নিয়ে আছে কত শত গান
তাইতো নদীতে ও সমুদ্রে ভাসে সাম্পান।

বর্ষায় বিলে ফুটে শাপলা

বর্ষার আকাশ থাকে মেঘলা।

বর্ষায় চারিদিকে পানি করে থৈ থৈ,
বাড়ির আঙ্গিনাতেও ভেসে উঠে কৈ।
বর্ষার অঝোর ধারা,
করে দেয় একেবারেই পাগল পারা।

বর্ষা নয় মন্দ, লাগে অনেক বেশী ভালো,
আরো ভালো লাগে যখন মেঘের পরে ফুটে উঠে আলো।

বর্ষায় ছিপ দিয়ে মাছ ধরতে লাগে অনেক ভালো,
বর্ষায় প্রকৃতি রূপ বদলায় মন হয় এলোমেলো।

বর্ষায় ব্যাঙ ডাকে ঘ্যাঙোর ঘ্যাঙ,
পিছলে পড়ে শিশু বৃদ্ধ ভাঙ্গে কোমর ঠ্যাং।
প্রকৃতির এই অপরূপ খেলা,
দেখতে দেখতে বয়ে যায় বেলা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর