প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাতে বঙ্গভবনে যাবেন

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাত ৮টায় বঙ্গভবনে যাবেন। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেয়া নৈশভোজে অংশ নেবেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির বাংলাদেশে সফর উপলক্ষে তার সৌজন্যে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার পাঁচদিনের সফরে ঢাকায় আসেন প্রণব মুখার্জি। প্রণবতনয়া শর্মিষ্ঠা মুখার্জিও তার সঙ্গে এসেছেন। সোমবার সাড়ে ১১টায় প্রণব মুখার্জি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধ জাদুুঘরে যান। সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে দুপুর সাড়ে ১২টার দিকে গণভবনে যান।

সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এক পারিবারিক মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। মঙ্গলবার ‘বাঙালি বাবু’ যান চট্টগ্রামে। রাউজানে মাস্টার দা সূর্য সেনের বাড়ি পরিদর্শন করে তিনি যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলে। ওইদিন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায় অংশ নেন। আজ  প্রণব মুখার্জি রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নেবেন। বৃহস্পতিবার তিনি স্বদেশে ফিরে যাবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর