কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সমাজ উন্নয়ন পরিষদ ছয় সূতি’র অনুষ্ঠানে কম্বল বিতরণ করা হয়

হাওর বার্তা ডেস্কঃ আসুন মানবতার কল্যাণে এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নে নব-গঠিত বে-সরকারী সমাজ সেবামূলক প্রতিষ্টান সমাজ উন্নয়ন পরিষদ ছয় সূতি’র উদ্যোগে হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।

গতকাল ১২ জানুয়ারী বিকেলে উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সমাজ উন্নয়ন পরিষদ ছয়সূতি’র সভাপতি মোঃ এমাদ উদ্দিনের সভাপতিত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুল হাসান, সংগঠনের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোয়াজ্জেম হোসেন কায়েশ, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মাহাবুবুর রহমান ছোটন, ছয়সূতী ইউনিয়ন সরকারী কর্মজীবী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ময়েজ উদ্দিন খান,

কুলিয়ারচর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ কামরুজ্জামন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিজানুর রহামন ফারুক, মোঃ আনিছুর রহমান, সমাজ উন্নয়ন পরিষদ ছয়সূতি’র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম, মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহামন,সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও ক্রীড়া সাম্পাদক নাঈম আহম্মেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন, সমাজ উন্নয়ন পরিষদ ছয়সূতি’র শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী আক্তার মৌ। অনুষ্ঠানে ছয়সূতী ইউনিয়নের ৩০টি গ্রামের ৩ শত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর