ভারতে পাচারের সময় ১৫’শ কেজি ইলিশ মাছ আটক

ভারতে পাচারের সময় সাতক্ষীরার আলীপুর চেকপোস্ট এলাকায় একটি ট্রাক থেকে ১৫’শ কেজি ইলিশ মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে ভোমরা সীমান্তের আলিপুর চেকপোস্ট এলাকা থেকে ট্রাক থেকে ওই মাছগুলো আটক করা হয়।

বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেেশ ট্রাক ভর্তি ইলিশ মাছ আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ইলিশমাছ ভর্তি একটি ট্রাকের গতিরোধ করা হয়। এ সময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সদস্যরা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩৫টি কার্টুনে রাখা ১৫’শ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ঢাকা মেট্রো-১৪-০৪৮৬ নম্বরের ট্রাকসহ উক্ত মাছ গুলো আটক করে বিজিবি তালতলাস্থ ৩৮ ব্যাটেলিয়ন হেড কোয়ার্টারে নিয়ে আসেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর