বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রার ৩. ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

হাওর বার্তা ডেস্কঃ শীতে কাঁপছে সারাদেশ। চলমান শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। আজ (৮ জানুয়ারি) নীলফামারী জেলার সৈয়দপুর ও ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ডিমলা আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান জানিয়েছেন, সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরেই সারাদেশে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার প্রভাব দেশের উত্তরের জেলাগুলোতেই বেশি। তীব্র শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চলের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এই শীতে শুধু মানুষের জীবনযাত্রাই ব্যাহত হচ্ছে না, সেইসঙ্গে ক্ষেত্রের ফসল বিশেষ করে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে, রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য স্থানেও শৈত্যপ্রবাহের কারণে মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে। গতকাল দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর