বর্তমান দেশে ভোটারের সংখ্যা ১০ কোটি সাড়ে ৪০ লাখ

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে দেশে ভোটারের সংখ্যা প্রায় ১০ কোটি সাড়ে ৪০ লাখ। চলতি বছরে হালনাগাদের পর আজ নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে এই তথ্য জানা গেছে।তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন।

আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি জানান, এই খসড়া তালিকার পরও ভোটার হওয়ার সুযোগ থাকবে। যাদের নাম বাদ পড়েছে, তারাও ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

তালিকাটি রেজিস্ট্রেশন অফিসার ও অন্য কর্মকর্তাদের স্বাক্ষরসহ জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ/ পৌরসভা, ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা রেজিস্ট্রেশন কেন্দ্র অথবা জনগুরুত্বপূর্ণ স্থানে টানিয়ে দেয়া হবে।

২০১৭ সালের হালনাগাদে নিবন্ধিত ৩৩ লাখ ২৮ হাজারেরও বেশি নাগরিকের বাইরে ২০১৫ সালে ১৫ বছর বয়সী ৯ লাখ ৬২ হাজার নাগরিকের তথ্য নেওয়া হয়েছিল; তারাই এই খসড়া ভোটার তালিকায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়েছে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর