রাষ্ট্রের তিন বিভাগের কাজ যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা জরুরি : রাষ্ট্রপতি

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, রাষ্ট্রের তিন বিভাগের সমন্বয় থাকা জরুরি। এক বিভাগের কাজে অন্য বিভাগের কাজ যাতে বাধাগ্রস্ত না হয় ও জাতীয় স্বার্থ বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা, সুপ্রিম কোর্টের উভয়পক্ষের বিচারপতিগণ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও আদালতের অবকাশকালীন ছুটি থাকায় এবার ২ জানুয়ারি দিবসটি উদযাপন করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর