ডিআইটিএফ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : রাষ্ট্রপতি

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (ডিআইটিএফ) রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, সম্প্রসারণ ও বিপণন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে গতিময়তা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি প্রত্যাশা করেন উৎকৃষ্টমানের পণ্যসম্ভার ও সেবা প্রদর্শনের মাধ্যমে ডিআইটিএফ-২০১৮ আরো আকর্ষণীয় হবে।

আজ (৩১ ডিসেম্বর) ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮’ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

১ জানুয়ারি থেকে ঢাকায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে মাসব্যাপী ২৩তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০১৮’ অনুষ্ঠিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

এ উপলক্ষে তিনি মেলায় অংশগ্রহণকারী সব দেশি-বিদেশি প্রতিষ্ঠান, রপ্তানিকারক, আমদানিকারক ও সরবরাহকারীসহ ক্রেতাসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আবদুল হামিদ বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করতে ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে প্রতিবছর ডিআইটিএফ’র আয়োজন একটি সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপ। সরকারের বহুমুখী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন ও অর্থনীতির দ্রুত বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) কেবল পণ্য প্রদর্শন ও বিপণনের স্থান নয়, বরং ইতোমধ্যে তা নগরবাসীর নির্মল বিনোদনের অন্যতম কেন্দ্রেও পরিণত হয়েছে। মাসব্যাপী এ বাণিজ্য মেলা পণ্যের প্রদর্শনের পাশাপাশি দেশি-বিদেশি উৎপাদক, ক্রেতা-বিক্রেতা, রপ্তানিকারক-আমদানিকারক ও বিনিয়োগকারীদের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরিতেও ভূমিকা রাখে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর