কিশোরগঞ্জে নীলফামারীর জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক

হাওর বার্তা ডেস্কঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়গ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদের উপ-নির্বাচন চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগে দুটি কেন্দ্র থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ পশ্চিম দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও গনেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সৌখিন (১৫) ও লিজু (২৫)।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সকাল ৮টা থেকে ইউনিয়নের নয়টি কেন্দ্রে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য ভোট কেন্দ্রগুলোতে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনছার, বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর