আগামী মাসেই মধ্যেই বাজারে পেঁয়াজের দাম নামবে ৩০ টাকায়

হাওর বার্তা ডেস্কঃ পাইকারি ব্যবসায়ীরা আশা প্রকাশ করে জানিয়েছেন জানুয়ারি মাসের মধ্যেই রাজধানীর বাজারে পেঁয়াজের দর নেমে আসবে ৩০-৩৫ টাকায়।

তারা বলেছেন, নতুন পেঁয়াজ আমদানির সঙ্গে ক্রমেই উন্নতি হচ্ছে পরিস্থিতিরও। তবে ব্যতিক্রম চালের বাজার।

আড়তদাররা বলছেন, নাজিরশাইল মিনিকেটের দাম কমবে না বৈশাখের আগে। এদিকে, হঠাৎ করেই অস্বাভাবিক হারে বেড়েছে সব ধরনের মশলার দাম।

ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজধানীর পাইকারি বাজারে আসতে শুরু করেছে শিকড় থেকে চাষ করা পেঁয়াজ। আড়াই মিলিয়ন টন বার্ষিক চাহিদার খুব সামান্যই পূরণ হয় এ সময়ে উৎপাদিত পেঁয়াজ দিয়ে।

ব্যবসায়ীরা বলছেন, আমদানি পরিস্থিতির উন্নতি হয়েছে। ভারতের বাজারেও কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম ক্রেতাদের নাগালে আসতে মাস খানেক সময় লাগবে। তারা জানান, আবহাওয়া ভাল থাকলে আমাদের পেঁয়াজ উঠে যাবে। এক মাসের মধ্যে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে চলে আসবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর