কিশোরগঞ্জ প্রেসক্লাবে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংবাদ সম্মেলন

হাওর বার্তা ডেস্কঃ প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের একদফা দাবি জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।

আজ সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকরা এ দাবিতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট কিশোরগঞ্জ জেলা কমিটি। সুমন খানের সভাপতিত্বে এসময়  লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ মাছুম মিয়া।

তিনি বলেন, সারা বাংলাদেশে আমরা সাড়ে ৩ লাখ প্রাথমিক সহকারী শিক্ষক রয়েছি। ২০১৫ সালে শতভাগ বেতন বৃদ্ধি করা হলেও আমরা সহকারী শিক্ষকরা আজ চরম বৈষম্যের শিকার হয়েছি। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর ঘোষণায় প্রধান শিক্ষকদের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাঝে বেতনের পার্থক্য তিন ধাপ নিচে নেমে যায়। অথচ ২০০৬ সালে যা ছিলো একধাপ নিচে। আর বর্তমানে প্রস্তাবিত প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তাবায়ন হলে এ বৈষম্য হবে চার ধাপ নিচে। আমরা এ বৈষম্য নিরসনে ২০১৪ সাল থেকে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছি। কিন্তু এতে কোনো কাজেই আসছে না। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ ফয়জুজ্জামান সোহাগ, কমিটির সদস্য আসাদুল আলম আসাদ, মাহবুব সুমন শামিম আহম্মেদ, মোঃ সাদির মিয়া, মোঃ কামরুজ্জামান, মিজানুর রহমান আলম, এমদাদুল হক,সাজিদুল ইসলাম,তাুিল ইসলাম,সেলিম আজাদ, মুরসালিন বন্যা, গিয়াস উদ্দিন, ফারজানা আক্তার,রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রশিদ,আবু হানিফা,আজিজুর রহমান, এস.এম ফজলুর রহমান,আসাদ মিয়া, আরাফাত ইউসুফ, মোঃ রাশিদুল হক, মাজাহারুল ইসলাম,আশরাফুল আলম,সুমন সরকার, তৌহিদুল ইসলাম শুভ, তৌফিকুল ইসলাম,জাহাংগীর আলমসহ সংগঠনের অন্যান্য নেতারা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর