প্রধানমন্ত্রী কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর

হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষককের ভাগ্যের উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর। বাংলাদেশের মানুষের আর কোনো অভাব থাকবে না।

দিনাজপুরের বীরগঞ্জে চলতি আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে আজ বীরগঞ্জ উপজেলায় খাদ্য গুদামে চলতি আমন মৌসুমের আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. নুর হোসেন নুর, পৌর আওয়ামী লীগের সভাপতি মো মোশারফ হোসেন বাবুল, উপজেলা কৃষি কর্মকতা মো. মোস্তাফিজুর রহমান, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আক্কাছ আহম্মেদ, বীরগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্মকতা মো. মাজেদুল ইসলাম, কবিরাজ হাট খাদ্য গুদাম কর্মকতা হাসনাত জামাল, মিল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, মিল মালিক আলহাজ মোকছেদ আলী প্রমুখ।

এসময় বীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকতা ও কবিরাজহাট খাদ্যগুদাম কর্মকতা জানান, ৩৯ টাকা কেজি দরে বীরগঞ্জে চুক্তিবদ্ধ ৩৮ জন মিল মালিকের কাছ থেকে ৩৫৬৫ মে. টন চাউল সংগ্রহ করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর