৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গৌরবময় মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গৌরবময় অর্জনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল এ উপলক্ষে আর্মি স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

army

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.) এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের উপস্থিতিতে সেনাবাহিনীতে কর্মরত সামরিক ও বেসামরিক সদস্য ও তাদের পরিবারসহ ঢাকা ও মিরপুর এলাকায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক অনুষ্ঠানে অংশ নেন। খবর- আইএসপিআর।

army

অনুষ্ঠানে ৭ মার্চের ভাষণ প্রদর্শন ছাড়াও ভাষণের প্রেক্ষাপট, বিষয়বস্তু এবং স্বাধীনতা যুদ্ধে এর প্রভাব/ভূমিকা আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানের দেশাত্মবোধক কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন, শিমুল মুস্তাফা, হাসান আরিফসহ দেশ বরেণ্য শিল্পী ও আবৃত্তিকাররা। পরে মনোজ্ঞ লাইট ও সাউন্ড শো এবং আতশবাজির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

army

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর