নিকলীতে উপজেলায় ক্ষুদে সাঁতারুদের মধ্যে সনদপত্র বিতরণ

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলীতে উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ক্ষুদে সাঁতারুদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুরে নিকলী উপজেলা পরিষদের পুকুর প্রাঙ্গণে এ সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া অধিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়।

১৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত কোচ আবুল হাসিমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সাঁতার প্রশিক্ষণে উপজেলার ৩০ জন ক্ষুদে সাঁতারু অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ, জেলা ক্রীড়া অফিসার আল আমীন সবুজ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ, নিকলী সুইমিং ক্লাবের প্রশিক্ষক আবুল হাসিম, ভাটিবাংলা সুইমিং ক্লাবের আব্দুল জলিল প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর