নিকলীতে নারী নির্যাতনকে লাল কার্ড দেখালেন নারীরা

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নারী নির্যাতনকে লাল কার্ড দেখিয়েছেন নারী সমাজ । শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে নিকলী উপজেলা সদরের পূর্বগ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে বাল্যবিবাহ বিরোধী গণসচেতনতা উঠান বৈঠকে এই লাল কার্ড দেখানো হয়েছে।

পল্লী সমাজ এর আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল।

ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. বজলুর রসিদের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ, নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহমেদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আজিজুল হক, ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক (সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি) হারুন অর রশিদ, পল্লী সমাজের সভানেত্রী ফেরদৌসি আক্তার প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পল্লী সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর