শীতের আগমনে সবজি চাষে লাভবান কৃষকরা

হাওর বার্তা ডেস্কঃ শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান চুয়াডাঙ্গার কৃষক। সবজির চাহিদা থাকায় ব্যবসায়ীরা মাঠ থেকে সরাসরি সংগ্রহ করছেন। কৃষকরা বলছেন, ফলন ভালো হওয়ায় পুরো মৌসুমে সবজি সংগ্রহ করতে পারবেন।

চুয়াডাঙ্গায় সবজিতে ভরে গেছে মাঠ। আগাম সবজির এমন ফলন দেখে সন্তুষ্ট কৃষকরা। সবজি চাষ করে লাভবান হয়েছেন জেলার অনেক কৃষক। এলাকায় থেকে পাইকাররা সবজি নিয়ে যায়।

বিঘা প্রতি সবজি ক্ষেতে খরচ ১০ থেকে ১২ হাজার টাকা আর লাভের অঙ্ক দ্বিগুণ।

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, আগাম জাতের সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

চুয়াডাঙ্গার উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাশরুর বলেন, আগাম জাতের শীত কালীন সবজি চাষে কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণসহ পরামর্শ দেয়া হচ্ছে।

জেলার ৮ হাজার ৩ শ` হেক্টর জমিতে এবার শীতের আগাম সবজি চাষ হয়েছে।

কৃষকরা বলছে, কপি চাষ করে দ্বিগুণ লাভবান হয়েছি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর