এ যুদ্ধে আমি জিততে পারবো কি-না জানি না’

ব্লাড ক্যান্সারে ভুগছেন সঙ্গীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। নিজের এই ভয়ানক রোগের খবর পাওয়ার পর থেকে ক্রমশই ভেঙে পড়ছেন তিনি। নিজের এই রোগে হতাশ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছি। খুব কষ্ট পাচ্ছি। এ যুদ্ধে আমি জিততে পারবো কি-না জানি না।’

গত ২৪ আগস্ট চিকিত্সার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়েছিলেন স্বীকৃতি। সেখানকার চিকিৎসকরাই তাকে জানান ক্যানসারের কথা। জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি হতেও বলা হয়। কিন্তু চিকিৎসার খরচ অনেক।

এতো ব্যয় বহন করার সামর্থ্য তার পরিবারের নেই। বাধ্য হয়ে তাই গত ২৮ আগস্ট দেশে ফিরে এসেছেন স্বীকৃতি। কিন্তু আর্থিক কারণে তো কোনো শিল্পী অকালেই ঝরে যেতে পারে না। তাই তার পাশে আছেন সঙ্গীতাঙ্গনের সবাই। জীবনের এই ক্রান্তিকালে পাশে এসে দাঁড়িয়েছেন অনেকেই।

সঙ্গীতাঙ্গনের সবাই মিলে উদ্যোগ নিয়েছেন চিকিত্সার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর। আহমেদ ইমতিয়াজ বুলবুল, এন্ড্রু কিশোর, আসিফ আকবরসহ অনেকেই তার চিকিত্সার ব্যবস্থা করছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর