জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াতঃ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারাপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নেতাকর্মীদের নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর সমাধিস্থলে সুরা ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ৯টা থেকে শ্রদ্ধা জানাতে অসংখ্য নেতাকর্মীরা আসেন জিয়ার সমাধিস্থলে। এসময় তারা প্রতিষ্ঠা বার্ষিকী, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেন জিয়ার সমাধি এলাকা। এসময় সেখানে ছিলেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিবুন নবী খান সোহেল, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।
গতকাল সোমবার দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন অভিযোগ করে বলেছিলেন, ‘প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার সমাধিস্থলে দলের পক্ষ থেকে একটি মঞ্চ তৈরির উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা সেখানে বাধা সৃষ্টি করে এবং মঞ্চ তৈরির জন্য বাঁশ, লাঠি ও চেয়ার ভেঙ্গে দেয়।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর