আইকন খেলোয়াড়দের কে কেমন করছেন

হাওর বার্তা ডেস্কঃ চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)পঞ্চম আসর। ক্রিকেট উন্মাদনায় মেতেছে সারা দেশ। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে লড়ছে সাতটি দল। সাতটি দলে রয়েছেন সাতজন আইকন খেলোয়াড়। তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাব্বির রহমান ও সৌম্য সরকার। এখন পর্যন্ত তাদের পারফরম্যান্স কেমন? চলুন দেখে নেয়া যাক।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। দলটির অধিনায়কত্ব করছেন তিনি। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুইটি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন ১৩ রান।

টেস্ট ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম খেলছেন রাজশাহী কিংসের হয়ে। প্রথমে তাকে দলটির সহ-অধিনায়ক করা হলেও ড্যারেন স্যামি ইনজুরিতে থাকায় সর্বশেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৩৮ রান সংগ্রহ করেছেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। দলটির অধিনায়কও তিনি। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে ৬২ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন তিনটি উইকেট।

‘আনসাং হিরো’ বলে খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক হিসাবে খেলছেন খুলনা টাইটান্সের হয়ে। এখন পর্যন্ত তিনি চার ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ৮৫ রান ও বল হাতে নিয়েছেন তিনটি উইকেট।

তামিম ইকবাল খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। তার দল এখন পর্যন্ত চারটি ম্যাচ খেললেও তিনি খেলেছেন মাত্র একটি ম্যাচ। ওই ম্যাচে তিনি চার রান করে আউট হন। ইনজুরির কারণে শুরুর তিনটি ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল।

সাব্বির রহমান খেলছেন সিলেট সিক্সার্সের হয়ে। বলতে গেলে সুপার ফ্লপ তিনি। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ২২ রান করেছন তিনি। সৌম্য সরকার খেলছেন চিটাগং ভাইকিংসের হয়ে। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে ৭৫ রান করেছেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর