আমার সাহস একটু বেশি : আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, আমার বুদ্ধি কম কিন্তু সাহস বেশি। শনিবার দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন মিলনায়তনে ‘নগর ঢাকায় জলজট : উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, উত্তর সিটি করপোরেশনের কর্মচারিরা পাঁচ থেকে ৩০ বছর পর্যন্ত এক জায়গায় পদায়ন রয়েছে। গল্প শুনতাম পাঁচ বছর আগে তাদের বদলির কথা চিন্তাও করা যেত না। কিন্তু আমি ১৭১ জনকে বদলি করেছি। ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলাম। তারা নতুন জায়গায় যোগদান করেছে। করপোরেশনের সচিব বলেছিলেন স্যার পাঁচ জনকেও বদলি করা যায় না। আর এত সংখ্যক। আপনি সিটি বরপোরেশনে আসতে পারেবন না। কিন্তু আমার সাহস একটু বেশি। তাছাড়া আমার পেছনে জনগণের শক্তি রয়েছে, তাই করতে পেরেছি। আমি বলি ‘আমার বুদ্ধি কম কিন্তু সাহস একটু বেশি’।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর