আগামীকাল গোপালগঞ্জে জেলা ইজতেমা শুরু হচ্ছে

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে আগামীকাল।  ইতোমধ্যে ইজতেমার ময়দানে তাবলিক জামাতের মুসল্লিরা আসতে শুরু করেছেন।  মরা মধুমতি নদীর তীরে ৪০ একর জমির উপর হাউজিং প্রকল্প মাঠে আগামীকাল ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হবে এ ইজতেমা।
গোপালগঞ্জের পাঁচ উপজেলাসহ আশ পাশের জেলা থেকে ইজতেমায় প্রায় ২ লাখ মুসল্লি অংশ নেবে বলে তাবলীগ জামাতের মুরব্বীরা আশা প্রকাশ করেছেন।  পুলিশ সুপার মুহম্মদ। সাইদুর রহমান খান বলেন, মুসল্লিরা যাতে নিরাপত্তার মধ্য দিয়ে ইজতেমা শেষ করতে পারেন সে জন্য মাঠে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।  এ নিরাপত্তায় থাকবে পোশাকি পুলিশের পাশাপাশি, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর