কিশোরগঞ্জে ৩৯০ জন চাষীকে বীজ ও সার বিতরণ

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পেল বীজ ও সার।

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি বিভাগের ২০১৭-১৮ সনের কৃষি পুনর্বাসন কর্মসুচীর (ভুট্টা সরিষা বিটি বেগুন ও গ্রীষ্মকালীন মুগ বিকটি বেগুন) এর আলোকে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো.শরীফুল ইসলাম শরীফ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমীন।

সভায় জানানো হয়, প্রতিজন কৃষক প্রতি বিঘার জন্য ১ কেজি সরিষা বীজ,২ কেজি ভুট্টা বীজ,২ কেজি বিটি বেগুন,৫কেজি মুগ বীজ,সরিষা ও ভট্টার জন্য ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি সার,বিটি বেগুনের জন্য ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার,মুগ ডাল ফসলের জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিণা মুল্যে প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই কৃষকদের পুনর্বাসনের জন্য সদর উপজেলার ৩৯০ জন প্রান্তিক কৃষককে বিনা মুল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর