বোরকা নিয়ে দুই নারীর রশিকতা

বোরকা নিয়ে দেশে দেশে মজার ঘটনার অভাব নাই। পশ্চিমা দেশে তার রূপ একরকম, মুসলিম সংখ্যাগরীষ্ঠ দেশে তা অন্যরকম।বাংলাদেশের কুমিল্লায় এক শিক্ষার্থীর সঙ্গে তার শিক্ষিকার এমনই ঘটনা ঘটে সম্প্রিত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী মাকছুদা মীরা। সে বোরকা পরে প্রেজেন্টেশন উপস্থাপন করতে চাইলে তার এক শিক্ষিকা আপত্তি জানান। বিড়ম্বনা সেখানেই।বোরকা খোলার জন্য শিক্ষিকা তাকে চাপ দিতে থাকেন। অন্যদিকে,শিক্ষার্থী তার জায়গায় অনঢ় ।

অবশেষে, জয় হয় শিক্ষার্থীর। সে বোরকা পরেই প্রেজেন্টেশন উপস্থাপন করে। অবশ্য, সেই শিক্ষিকা তাকে বুঝানোর জন্য যাবতীয় উদাহরণ টেনে আনেন। দেশে ভিন্ন পরিবেশে কাজ করতে গেলে কিংবা বিদেশে পড়তে গেলে তার কি ধরনের অসুবিধা হবে ইত্যাদি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর