উন্নত জাতের মালটা চাষ নীলফামারীতে

হাওর বার্তা ডেস্কঃ নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের কাঠাঁলতলী গ্রামে উন্নত জাতের মালটা চাষে আলোড়ন সৃষ্টি হয়েছে ।

১০ বিঘা জমিতে ১২ বছর আগে এস, এম আব্দুল্লাহ ৫০টি চারা রোপণ করেন , পরে তিনি ২০১৬ সালে বিদেশি উন্নতজাতের আরো ৭শ চারা গাছ রোপণ করেন। চারা গাছ রোপণের এক বছরের মধ্যে ফল ধরে।

তার বাগানে বিদেশি ৩ জাতের উন্নতজাতের চারা রয়েছে। প্রতিটি গাছে ব্যাপক ফল ধরেছে ।

এলাকবাসী জানান, এস. এম আব্দুল্লাহ বাগানের মালটা ফলের ব্যাপক সুনাম রয়েছে। অন্যান্য বাগানের মালটার চেয়ে এই বাগানের মালটা খুবই সুস্বাদু এবং বাজারে প্রচুর চাহিদা রয়েছে।

বাগানের মালিক বিদেশি উন্নতজাতের নাগপুরী, দার্জিলিং, মরক্কো, ভারত, পাকিস্তান, এবং সরকারী বারী-১ জাতের চারা ৭শত রোপণ করেন। সেই চারাগুলোতে প্রচুর পরিমান মালটা ধরেছে। দুর- দুরান্ত থেকে তার বাগান থেকে মালটা নিয়ে যাচ্ছে ।

এই ব্যাপারে এস, এম আব্দুল্লাহ বলেন, বাগান করেছি ১০-১২ বছর আগে এই মালটাগুলো অধিকাংশ বিদেশি জাতের।

তিনি আরও বলেন, মালটা তো মৌসুমী ফল বছরে এক বার আসে কিন্তু, চারা সারা বছরে বিক্রয় হয়।

ডোমার উপজেলার কৃষিকর্মকর্তা কৃষিবিদ জাফর ইকবাল বলেন, এস. এম আব্দুল্লাহ বাগানে প্রচুর মালটা ধরেছে।

তিনি আরও বলেন, এখানে ব্যাপক মালটা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে তা বৃদ্বি পাবে। এই মালটা দেশের চাহিদা মিঠিয়ে বিদেশে বাজারজাত করা সম্ভব।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর