তেভেজও বললেন- ‘মেসি হলে বিদায় নিতাম’

এবার কার্লোস তেভেজও লিওনেল মেসির সমালোচনাকারীদের এক হাত নিলেন। মেসির মতো এমন সমালোচনা হলে তিনি এতদিন বিদায় নিতেন বলেও জানালেন। এর আগে আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনোও একই কথা বলেছিলেন। গত বছর ব্রাজিল বিশ্বকাপ ও এ বছর কোপা আমেরিকার ফাইনালে মেসির আর্জেন্টিনা হেরে যায়। এতে অধিনায়ক মেসির প্রবল সমালোচনা হয় দেশে। বার্সেলোনাকে অনেক শিরোপা এনে দিতে পারলেও দেশকে কেন শিরোপা এনে দিতে পারছে না এমন প্রশ্ন করেন অনেকে। এছাড়া তিনি দেশের খেলায় আন্তরিক নয় বলেও অনেকে অভিযোগ করেন। মোটকথা, সমালোচনায় জেরবার ছিলেন মেসি। এতে সমালোচকদের ওপর মারাত্মক চটেন কোচ মার্টিনো। তিনি বলেন, ‘মেসির মতো সমালোচনা হলে আমি অনেক আগেই আর্জেন্টিনার হয়ে খেলা বন্ধ করে দিতাম। ভাল খেলেও সমালোচনা সহ্য করা যায় না।’ এবার একই ধরণের কথা বললেন মেসির জাতীয় দলের সতীর্থ স্ট্রাইকার কার্লোস তেভেজে। সাবেক মানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির এ তারকা খেলোয়াড় বলেন, ‘আমি যদি মেসি হতাম, আর তার মতো আমাকেও সমালোচনা করা হতো, তাহলে অনেক আগেই আর্জেন্টিনাকে বলে দিতাম নরকে যাও’। বোকা জুুনয়র্সের ৩১ বছর বয়সী এ স্ট্রাইকার আরও বলেন, ‘আপনি সেই খেলোয়াড়ের সমলোচনা করতে পারেন, যে ভাল পারফর্মেন্স করতে পারে না, কিংবা যে খেলার জন্য ফিট নয়। কিন্তু যে ভাল ফুটবল খেলে দলের জয়ের জন্য নিজের সবটুকু দিয়ে দেয় তার সমালোচনা করতে পারেন না।’ ‘চ্যানেল আমেরিকা’কে দেয়া সাক্ষাৎকারে তিনি সাংবদিকদেরও এক হাত নেন। বলেন, ‘একজন সাংবাদিক হিসেবে আপনি প্রতিদিন মানুষকে খবর দেন। আপনার একটা দায়বদ্ধতা আছে। খেলোয়াড় হিসেবে আপনি মেসিকে পছন্দ নাও করতে পারেন। কিন্তু তাকে আপনি এভাবে হত্যা করতে পারেন না।’ আগামী মাঠে বলিভিয়া ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচরে জন্য মেসিকে অধিনায়ক করে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জেরার্ডো মার্টিনো। দলে আছেন কার্লোস তেভেজও।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর