ভারতে তসলিমার ভিসার মেয়াদ বাড়লো এক বছর

ভারত সরকার বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরও একবছর বাড়িয়েছে।

আজ শুক্রবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ খবর দিয়েছে।

ধর্মীয় মৌলবাদীদের হুমকির মুখে ১৯৯৪ সালে দেশ ছাড়েন তসলিমা নাসরিন। সেই থেকে দুই দশকের অধিক সময় তিনি নির্বাসনে আছেন।

সুইডেনে লেখিকা তসলিমা নাসরিনের নাগরিকত্ব রয়েছে। কিন্তু তিনি ভারতে বসবাস করতে পছন্দ করেন। ২০০৪ সাল থেকে তিনি প্রতিবেশী রাষ্ট্র ভারতে থাকছেন। অবশ্য সম্প্রতি তিনি ভারতীয় ভিসা জটিলতার কারণে আমেরিকাতে অবস্থান করছেন।

এই সিদ্ধান্তে তসলিমা নাসরিন খুশি। তবে তিনি জানিয়েছেন, তার আশা ছিল ভিসার মেয়াদ এক বছরের বেশি বাড়ানো হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর