গর্ভবতী গাভীকে যা খাওয়াবেন

হাওর বার্তা ডেস্কঃ একজন সুস্থ গাভী জন্ম দিতে পারে একটী সুস্থ শাবক। শুধু তাই নয় সঙ্গে সঙ্গে দিতে পারে চাহিদামত দুধ। আমাদের একটু সচেতনতা এবং প্রাণিদের প্রতি সহানুভব দৃষ্টিভঙ্গি তথা গর্ভাবস্থায় ও প্রসবকালীন গাভীর বিশেষ যত্ন পর্যাপ্ত দুধ ও সুস্থসবল বাছুরের পেতে সহায়ক। যা শুধু তাদের জন্যই ভাল নয় বরং তা মালিকের অর্থনীতিক চাহিদা পুরণেরও একটা বিশেষ সুযোগ হয়ে দাঁড়ায়।

গাভীর সুস্থতা এবং সৌন্দর্য নির্ভর করে খাদ্যের ওপর। তাই গর্ভাবস্থায় গাভীকে ভালো খাবার দিতে হয়। কারণ খাবার ভালো হলে গাভীর পেটের বাছুরও ভালো হয়।

যা খাওয়াবেন

গর্ভবতী গাভীকে প্রতিদিন ১৪-১৫ কেজি সবুজ ঘাস, ৩-৪ কেজি খড়, ২-৩ কেজি দানাদার খাদ্য একসঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে।

দানাদার খাদ্য

দানাদার খাবারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উপাদান হচ্ছে-

১. গমের ভূষি- ১ কেজি।

২. খেসারি ভাঙা- ১ কেজি।

৩. খৈল- ২৫০ গ্রাম।

৪. চাউলের গুড়া- ৫০০ গ্রাম।

৫. চিটাগুড়- ১৫০ গ্রাম।

৬. খনিজ মিশ্রণ- ৫০ গ্রাম।

৭. লবণ- ৫০ গ্রাম।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর